পিতৃপরিচয়
পিতৃপরিচয়


আমার চৌহদ্দি এতটাই ছোট এবং বস্তাপচা
নিউইয়র্ক প্যারিস, স্পাটা পানিপথ কাশ্মীর অযোধ্যা নয়...
অচেনা নাম্বার ফোন আসে পূর্ব মেদিনীপুরের -
কোনও এক নিঃসঙ্গ ছেলে, নাম শ্রীরাম মাইতি ।
কখনও কবিতার সূত্রে আলাপ হয়েছে কবে মনে নেই
সে বিস্মৃতির ওপার থেকে না লেখার দুঃখ বলে,
তারপর প্রশ্ন করে এখন কিছু লিখছি নাকি ?
হেসে বলেছি – লিখিতো, ছাপে না বিশেষ কেউ বিনে পয়সায় ।
সংসার বাজার ডাক্তার জীবিকা ধর্ম ও দাম্পত্যে ব্যতিব্যস্ত আমি
কোথাও কোনও আশ্বাস না পেয়ে হেমন্ত রাতে গঙ্গায়
ভাসিয়ে দিয়েছি চিতাভস্ম... কৃষক মন পিতার ।
ব্যক্তিগত কিছু কথা, না বললেও ক্ষতি ছিল না
ওকে আমি চিনি...আমার মতোই সব দিকে ধাক্কা খেয়ে
ঠেকেছে সাদা কাগজে, বিনীয়োগের ব্যবস্থা ছাড়া ।
ওকে না বললেও জানি – কলম নাগাড়ে ঘষলে হয় না
তার জন্য প্রতিষ্ঠান অহংকার যোগযোগ লাগে । অখ্যাত প্রান্তরে থাকা পাথর সরিয়ে ফসল ফলানো
রামচন্দ্রের কথা জিজ্ঞেস করাতে কবি বলল,
কোনও এক অখ্যাত পত্রিকা ছাপবে – এক যুগ ধরে
তার লুকিয়ে রাখা চোদ্দটা বনবাসের কবিতা ।
জিজ্ঞেস করি, তবে কি... কাব্যে লেখা থাকে পরিচয় ?
সে বলে আমিই অক্ষয় কল্পনা ছবি রাষ্ট্রের আকাশ।