ভাঙা
ভাঙা


কিশোরি ভ্রুভঙ্গি কতদিন আগে
বলেছিল – কাছে এসো, শান্ত হয়ে
যেমন ধীরে এগিয়ে আসে লঙ মার্চের মিছিল ।
মেয়েরা ছুটে দুয়ারে এসেছিল কিসের আশায়
বিজয়ী দল যখন প্রবেশ করে রাজধানীতে ।
দু'কুল ভাসিয়ে যারা ঘর ছেড়ে পেরিয়েছিল সীমান্ত
তারা কি আবার ফেরে মেঘলা সকালে,
নদী নালা পুকুরের জলে কলসি ভাসানো রাধা
ফিরে পায় কবে হারিয়ে যাওয়া ডানপিটে ছেলেটাকে !
কার ফোন এলে সংসার ফেলে আজও ছুটে যাও
কীসের টানে যুবক মধ্যরাতে ঘরে ফিরে আসে
নিঃঝুম রাতে ঘুমঘোর ছাড়া তার গলায় কী থাকে,
যার টানে জেগে ওঠে ঘর ভাঙা গান ।