স্বপ্ন
স্বপ্ন


আজ তেমন একটা বৃষ্টি এল রাত দশটায়
দক্ষিণের দরজা খুলে বসে ছিলাম...
পথিক আশ্রয় খুঁজে ফেরে কোনও টুরিস্ট বাংলো
ঘুম ভেঙে চৌকিদার ভূত দেখা মুখে
ঘর দিতে রাজী হয়,
খাবার বলতে জোলো খিচুরির সাথে
কাঁচা লঙ্কা শুধু ।
গোগ্রাসে খেয়ে নেয় নায়ক
কাল তাকে যেতে হবে দিকশূন্যপুর,
সামনের পাহাড়টা টপকালে রিয়েলিটি থেকে মুক্তি
তারপর নতুন কাহিনী... নতুন দেশের কথা
নতুন প্রেয়সী, সময় বেড়া টপকে
সূর্যালোকের বিশ্বাসে ছুঁতে চাওয়া চাঁদবদন ।
এতটা ভাবার পরেই রাতের খাবার ডাক এসে যায়
যাবতীয় শব্দ সুর ছেড়ে উঠে যেতে হয় রোজ ।
সংসার নামক অনন্ত চুল্লির ভেতর, ফোটা ভাতের
গন্ধে রোজ ঘুম এসে যায় ।