প্রবাহ
প্রবাহ

1 min

665
‘এতে গন্ধ পুস্পে দাস প্রেত কাঞ্চনমূল্যায়
বৈশাখ মাসে শুক্লপক্ষে মধুবাতা ঋতায়তে’
গঙ্গাধার পুরনো দিনের ছাই ধুয়ে
কাজে বসে... ভাড়া দেওয়া নাটমন্দিরে,
একজোড়া কমবয়েসি বাপ মা শিশু কোলে তখনই
মন্দিরে ঠাকুরের প্রসাদ খাওয়াতে উপস্থিত হয় ।
নদী বয়ে যায়, জীবনের চোখ খোলে
দূরের চড়ায় বেড়ে ওঠে গাছপালা ।
চকচকে দ্বিপ্রহরে ডিঙি নৌকায় ভাসে জীবন,
দূর থেকে কারো মুখ দেখা না গেলেও
বোঝা যায়
বৈতরণী পার হওয়া মুখের কথা নয় ।