ফুরিয়ে যাওয়া কথা
ফুরিয়ে যাওয়া কথা


সেই প্রাচীন কাল থেকেই তুমি-
রয়েছ আমাদের মাঝে,
আর জন্ম দিয়েছো বহু প্রতিভার
নতুন নতুন সাজে।
আমি তোমায় চিনলাম,
তখন তুমি হারিয়ে যেতে চাও।
আমি তোমায় অনুভব করলাম
জীবনের প্রতিটি পদক্ষেপ
প্রতিটি মুহূর্তের অন্তরে অন্তরে
বেঁচে থাকার রসদ আর
সর্বক্ষণের সাথী হিসেবে।
আমি স্বপ্ন দেখলাম
শুধু তোমাকে নিয়ে আর
তোমার শ্রেষ্ঠত্ব আর গভীরতার বিষয়ে।
জন্ম জন্মাবধি থেকে
আমি শুধু তোমায় দেখলাম
জীবনের প্রতিটি পাতার
প্রত্যেক অক্ষর আর অক্ষরে।
আমি তোমায় দেখতে চাইলাম
এই ধরার মহাচূড়ামনি আর
এই মহাবিশ্বের মধ্যমনি হিসেবে।
আমি তোমায় দেখতে চাই আজীবন
আমার আর আমাদের মাঝে।
আমি শুনলাম তোমার জন্য
প্রাণ দিলো সেই তরুণেরা
তারা তোমায় আর তোমার
বৈচিত্র্যকে ভালোবাসলো।
আমি জানি তোমার ইতিহাসের
সাক্ষী রয়েছে এ প্রান্ত
আর ওই দেশের প্রতিটি কণা
আর প্রতিটি বিন্দুতে।
আমি জানি , আজও তুমি অক্ষত
শুধু তাদের জন্য, আর-
আমি জানি, তুমি চির অমর
রক্তে ভেসে যাওয়া সেই দিনটির জন্য।
প্রাণ তো তুমি আগেই পেয়েছো
সেই শিল্পী আর সাহিত্যিকদের
হাতের ছোঁয়ায়, কালি-কলমে আর
কত স্মৃতি এবং বিস্মৃতি থেকে ....
আবার তুমি প্রাণ পেলে সেই দিনটিতে,-
যে দিনটির জন্য ছিলে বহু অপেক্ষায়
চির কালের প্রতীক্ষাতে।
কিন্তু, ২১শে ফেব্রুয়ারি,
সেই দিনটি যে
ক্যালেন্ডারের পাতায় ঝাপসা হয়ে আছে।
আবছা হয়ে গেছে বইয়ের পাতায় লেখা
তোমার ইতিহাস।
তোমাকে আজ আমি তাই যেন
কল্পনা করি -
মেলার ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া
সেই ছোট্ট ছেলে হিসেবে,
যে পায না খুঁজে
তার আপনজনের হাত।