ফটো ফিনিশ
ফটো ফিনিশ


অনুসন্ধিৎসু মন, বেদুইন অভিলিপ্সা,
স্মৃতিমেদুর ছবির মাঝে থমকে দাঁড়িয়ে অন্তর্যামী;
আত্মিক সম্পর্ক এখনও যে ছিন্ন হয়ে যায়নি!
অমোঘ আকর্ষণের হাত কড়া নাড়ে মনের দর্পণে নিরন্তর,
ভালোবাসার সমষ্টিচিহ্ন ফিরে আসে মুহূর্তের ক্যানভাসে;
পুরাতনী অ্যালবামের ছায়াছবি আবারও ভাস্বর মনের দোরে -
আনমনে দু'ফোঁটা অশ্রু বর্ষণ জীর্ণ ফটোর মুখাবয়বে;
মনে পড়ে যায় বন্ধনের অভিব্যক্তি নীরবে।
খড়কুটোর মতো আঁকড়ে ধরি পরিযায়ী পাখি হ'য়ে,
দিগন্তরেখার ফর্সা অস্তিত্বে ঝাঁপিয়ে পড়ি দুর্নিবার আকর্ষণে!
মনের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শূন্যতার অবসান।
পরিপূর্ণতার পাঠ আপনজনকে আপন করতে পেরে।