Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.
Best summer trip for children is with a good book! Click & use coupon code SUMM100 for Rs.100 off on StoryMirror children books.

jaya bhaduri

Tragedy


3.4  

jaya bhaduri

Tragedy


ফসিল

ফসিল

1 min 23 1 min 23


একরাশ ক্লান্তি জড়ো হতে থাকে পল্বলে

স্তব্ধতা জমা কাঁচে বৃষ্টি নামে অবেলায়,

গতজন্মের ঝাপসা ছবির মতো 

ফুটে উঠতে উঠতে স্পষ্ট হয় জলছাপ।


পাঁজরের ভাঁজে আশ্রিত সদ্যোজাত রোদ,বসন্ত রঙ,দীঘল পথের টুকিটাকিতে,

বিষাদী নীলচে রঙের আস্তরণ!

ঝকঝকে দৃষ্টি ফ্যাকাশে হয়,

মসৃনতায় কালের গতিতে জরা ধরে, 

তার ভাঁজে সঞ্চিত অভিজ্ঞতাও শিথিলতায় ডোবে। 

উদাসী হাওয়ায় ঘোলাটে হয় প্রেমিক আদল!


ডুঁকরে কেঁদে ওঠে মন,অজানা অমোঘ টানে!

তাক থেকে ধূলো ঝেড়ে হিসাবের খাতাটা

দেখে নেবার পালা। 

অমিল অঙ্কের পাতায় আঙুল হাতরে উঠে আসে একমুঠো ছাই।

শূন্য বক্ষে বেলাগাম সময় ছুটেই চলেছে!

ঝরছে মুহূর্ত সবুজবৃন্ত থেকে,

গতিপথে উজল একলা চাঁদও মুখ লুকিয়ে কাঁদে।

প্রেমের মরশুম শেষ হয় অগোচরেই

পেরিয়ে যায় বাতাসে বাসন্তী আঘ্রাণ।

মহাকালের গর্ভে সঞ্চিত থাকে শুষ্ক স্মৃতির বিদগ্ধ ফসিল...!!   

           


Rate this content
Log in

More bengali poem from jaya bhaduri

Similar bengali poem from Tragedy