ভাদরের আলোভোর
ভাদরের আলোভোর
আলপথে গলে যাওয়া ভাদর
যদি অবিরাম ভেঙে দ্যাখো শহরের
কারচুপি দুপুর — মেঘধ্বস গিলেছে।
এক আঙুল মায়া-ঠোঁটের দীর্ঘতায়
ঘুড়িদুপুরের আবদারে বৃষ্টি খঞ্জনির
ভিতর মহাশূন্য হয়ে যায় পোড়াগন্ধ।
মন থেকে মনান্তর চুঁইয়ে ফেলে রেখেছি
নিছক কালের সূর্য।
কিছুটা ময়ূরটানা বারান্দা,
অনুভূতির রংরুট তোমার প্রত্নফুলে হেঁটে যায়।
পরিকল্পনামাফিক ভোর হয় না
নাতিষীতোষ্ণ কার্নিশে।
তবুও নামগোত্রহীন যে আলো
ঋতু চিনে তোমার আলপনার বন্দিশ হয়,
তাকে দুমুঠো আতর দিও — শব্দের উদ্যানে।
🪡গায়ত্রী
