STORYMIRROR

Gayatri Bhaduri

Abstract

4  

Gayatri Bhaduri

Abstract

মায়াশহর গায়ত্রী ভাদুড়ী

মায়াশহর গায়ত্রী ভাদুড়ী

1 min
11

মায়াশহর বৃষ্টিপাতের ছদ্মনামে গোলাপ রাখো, আমাদের মায়াশহরের বেদুইন ভোর, তোমার চোখের রঙ বদলের জারুল। কাঁচ কেটে ডোরাকাটা অবসাদ কী কাঠবিড়ালী হতে পারে? তুমি চলে যাও উড়ো খই মতো আমি খাঁ খাঁ খাজুরাহো আগলাই রোদগলা দুপুরে। হীরের জৌলুসে স্মৃতিমেদুর আলোয় চোখ রাখি না বলেই জলজ দাগে স্তব্ধতা সামলাই চুপচুপে জীর্ন নিষাদে নীল ফুল ছড়িয়ে মহাপ্লাবন আসলেই আমার জগদীশ বারান্দা। টেবিলের পায়ে ফসিল হওয়া দেদার মার্বেলগুলো,দু:খ ভাবতেই জানলা খুলে মধুবনী ঝলাসে ভেসে যায় প্রাগৈতিহাসিক হাহাকার। মহাধ্যানী তথাগতের পায়ে শোকফুল রাখলেও পদ্ম ফোটে। জলুয়া কার্ণিশে ফসফরাস রঙা সীমারেখায় মেশাও শীতল নক্ষত্র অপলক বাস্তুকী মৌনতায় দেখি দীর্ঘ হওয়া অহল্যা রাতে লুটোপুটি খাচ্ছে আমার ছায়া জ্বরমাখা আলেয়া গন্ধে।                           


Rate this content
Log in

Similar bengali poem from Abstract