STORYMIRROR

jaya bhaduri

Romance

4  

jaya bhaduri

Romance

দোল

দোল

1 min
394

টুকটুকে রোদে বিছিয়ে প্রেমের আঁচল,

বসন্তরঙে সেজেছে পলাশ হৃদয়।

আগল খোলা ইচ্ছে শত শত,

রঙ মেখে নিক তোমার হাতে না হয়!


ছুটে চলে গেছে দিগন্ত বহুদুর....

বাঁকে বাঁকে কত রঙের শোরগোল!

তোমার হাতে স্নিগ্ধ ফাগুন মেখে

 ক্যানভাস চায় আঁকতে বসন্ত দোল


রঙহীন যত বিষাদ মলিনতা,

আজকে হারাক রঙের মজলিশে।

তোমার জন্য অকাল দোলনচাঁপা

রাখব আমার কাব্যের কার্নিশে।


রঙ ছুঁয়ে দিক তোমার স্বপ্ন গুলো

উড়ুক নীলে ফানুস খামখেয়ালী।

আজকে রেখো বদ্ধ দেরাজ খোলা,

চেনা শহরও বসন্তে বর্নালী।


আকাশ জুড়ে লাল নীল আর পারুল,

লেবু ফুলের গন্ধে বাতাস মাতাল।

আমি শুধু দেখছি অপলকে,

তোমার চোখে আগুনরঙা সকাল।

              জয়া....


     


Rate this content
Log in

Similar bengali poem from Romance