ফিরে আসি তোমার কোলে
ফিরে আসি তোমার কোলে


সাঁঝের বেলা সন্ধ্যা প্রদীপ
শঙ্খ বাজিয়ে বরণ করি,
আহ্বান করি ভোরের সূর্য
আলোকবর্তিকা স্মরণ করি।
তাকিয়ে দেখি জানলা ফাঁকে
ভোরের আলো ফুটছে যেনো,
পাখিরা এখনও বাসায় আছে
স্বপ্ন দেখে ওরাও কেমন।
ভালোবাসে পাখিরাও
কথা বোঝে নিজের ভাষায়,
মানুষ কেনো এমন করে
বোঝেনা তারা নিজের ভাষা।
তাইতো আমি হারিয়ে গেলাম
ফেলে এলাম অনেক স্মৃতি,
প্রেমের কবিতার কাঙাল হয়ে
খুঁজে চলি প্রেম প্রকৃতি।
জীবন তরী বাইতে গিয়ে
বৈঠা আনতে গেলাম ভুলে,
নদীর স্রোতে ভেসে যাই
অন্য দেশের কুলে ।
চেয়ে দেখি চেনা জায়গা
দেখেছি কোথাও এদের হেথা,
ভাবতে গিয়ে পড়লো মনে
দেশের মাটি, হৃদয় গাঁথা।