ফাগুন বেলা
ফাগুন বেলা


শীতের শেষে ফাগুন বেলা, শিমুল পলাশ তান ধরেছে , খেলবে বলে রঙের মেলা, বসন্ত আজ দিচ্ছে উঁকি, রঙের মেলায় রঙ মাখিয়ে, সূর্য কেমন পূব গগনে লালিমার রং রাঙিয়ে নিয়ে, পাতা ঝরার দিনের শেষে বসন্ত যে আজ ডালে ডালে, কচি পাতার লুটোপুটি, দখিন হাওয়াও এলনাকি? আবির রাঙ্গা রংয়ের মাঝে খুঁজে তোমায় পেলেম
আজি লাল হলুদ আর সবুজ নীলে, তোমার রুপে মুগ্ধ আমি শিমুল পলাশ কবরী পরে, সেজেছ তুমি নতুন সাজে, মনের রংকে রাঙিয়ে নিলাম তোমার কপোল কে সাজিয়ে দিলাম, চারিদিকে আবির স্নাত মানুষজনের ভিড়ের মাঝে, তোমায় আমি খুঁজে পেলাম, চিরদিনের সঙ্গী করার এই অমোঘ শপথ নিলাম , বসন্ত আসুক বারে বারে, জুড়োক জ্বালা একে বারে।