পবিত্র ভালবাসা
পবিত্র ভালবাসা
ভালবাসা হৃদয়ের পরিধি মাপায়
ব্যথিত হৃদয়ের আনন্দ আনায়।
ভালবাসার স্নিগ্ধতায় জীবন বাঁচায়
ভালবাসা বাঁচে চিরকালীন মুগ্ধতায়।
অপার ভালবাসার বিস্মিত রূপ
যেন অভিকর্ষতার স্বচ্ছ স্বরূপ।
অবিশ্রান্ত বারিধারার এক অভিরূপ
আশ্চর্য সুন্দর ছান্দনিক এক রূপ।
শ্রান্তহীন ঝর্ণাধারার মত তার ধারা
কিঞ্চিৎ সরে না, বিপদে হয় না হারা।
হৃদয়ের পবিত্রতা, বিশুদ্ধতার সলিলধারা
অমোঘ, চিরন্তন ভালবাসা হয় না হারা।
তৃপ্ততায় ভরে থাকে, নিষ্কন্টক হয়ে
পবিত্রতার ছাউনী ঘেরা, অভিপ্রায় নিয়ে।
শুধু অব্যর্থ গতিতে যায় এগিয়ে
ভালোবাসার তীব্রতায় দেয় ভাসিয়ে।

