STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

পাতাঝরার সময়

পাতাঝরার সময়

1 min
261

ঋতুকালের অমোঘ নিয়মে হিমেল হাওয়ায় হায়, 

শীতের আগেই গাছেরা সব সাজতে বসে যায়। 

হঠাৎ আসা পূর্বাকাশের ঝোড়ো হাওয়ার তোড়ে, 

একটি দুইটি তিনটি করে বিবর্ণ রঙিন পাতা ঝরে । 

ভরদুপুরের হালকা হাওয়ায় গাছের শাখা নড়ে, 

চারটি পাঁচটি ছয়টি করে পুরোনো পাতা পড়ে। 

নিঝুম রাতে ঝোড়ো হাওয়ায় গাছ মড়মড় করে, 

একসাথে তার অনেক পাতা দলে বেঁধে যেন ঝরে। 

এমনি করে কমলা হলুদ মেরুন সিঁদুর লাল, 

পাতা ঝরে নিঃসঙ্গ হয় সকল গাছের ডাল। 

শূন্য পাতার গাছগুলি তাই দাঁড়িয়ে অপেক্ষায়, 

পড়বে হিম করবে বরণ তারই প্রতীক্ষায়। 

আকাশজুড়ে জমানো মেঘ বৃষ্টি হয়ে ঝরে, 

ঝরা পাতার কান্না থামে বসন্ত আসার পরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract