পাতা উল্টে দেখো
পাতা উল্টে দেখো


কিছু পাতায় এখনও উজ্জ্বল অঙ্গীকার বাণী,
কিছু স্বপ্নে অমলিন অনুভবের হাতছানি,
একদা সদ্যোজাত স্বপ্ন আজও অলীক হয়নি,
মনের মিলন মন্দিরে নৈতিকতাকে আহুতি দিইনি,
বিস্মৃতির আস্তরণে আলেয়াকে আবদ্ধ করিনি,
জবানবন্দিকে মুক্ত গগনে বিলিয়ে দিইনি,
সুরক্ষার কবচে মুড়িয়ে রেখেছি অতি সন্তর্পণে,
হৃদয়ের এপিটাফে লিপিবদ্ধ করেছি সযতনে,
স্মৃতির সরণীতে গচ্ছিত অতলান্ত ভালোবাসা,
উদ্দেশ্যেবিহীন জীর্ণ ইচ্ছেগুলি হয়নি ফর্সা,
হয়তো সবুজ পাতায় হলুদের প্রাধান্য বর্তমান,
তুমি আজও হৃদয়ের অলিন্দে প্রতিটি মুহূর্তে জাজ্জ্বল্যমান,
সমাপ্তির আগে আনমনে পাতা উল্টে দেখো,
তুচ্ছ অভিমানকে দূরে সরিয়ে অলিন্দের মাঝে রেখো।