পাস ফেল
পাস ফেল


আমি না বুঝে খুঁটে নিয়েছি নাছোড় হতাশা
আমি প্রভাবিত হয়েছি অন্ধকার নির্মাণের দিকে
সমস্ত ক্ষয়ক্ষতি থেকে তুলে এনেছি ছিন্নবিচ্ছিন্ন বিশ্বাস
হয়তো সকলের মতোই আমিও তৈলচিত্র টাঙাবার পরে
তাকিয়ে থেকেছি নিজের দিকেই--
এরপর পরীক্ষার খাতায় ছড়িয়ে দিয়েছি সেইসব উন্মুক্ত সংকেত...
আজ ফল প্রকাশের দিন
প্রতিটা দিনের মতো তুমিই জানিয়ে দিও আমার পাস-ফেলের খবর...