পার্থক্য
পার্থক্য
তোমার ভাগ্যে লেখাছিল তাই ধনী হয়েছো তুমি,
বাড়ি করেছো, গাড়ি কিনেছো, পায়ের নীচের জমি।
আয়েস করে ধূমপান করো, নেশা হয় পানীয়তে,
ভোগ লালসা পূরণের তরে নারীতেও মন মাতে।
কাজের নামে ধান্দা করো, কেমনে বাড়াবে পূঁজি,
গরীবের পেটে লাথি মেরে তুমি বলে দাও সোজাসুজি,
জিনিসের দাম বেজায় বেড়েছে, বেশি টাকা হবে দিতে,
সুদটা একটু বৃদ্ধি পাবে, আরো টাকা ঋণ পেতে।
চাষীদের তুমি ভুল বুঝিয়ে কম দামে চাল কেনো,
চড়া দামেই সেই জিনিসটা বাজারে বেচবে জানো।
এইভাবে তুমি দাঁও মেরে আজ হয়ে গেছো বড়লোক,
আমরা রইলাম গরীব হয়ে, শুধু বাড়লো মনের ক্ষোভ।
ভাগ্য মোদের নইকো সহায় ফুটপাথে বাঁধি ঘর,
হাত বাড়িয়েও তোমার নাগাল পাওয়া বড়ো দুষ্কর।
তবুও আমরা সুখেই আছি, অযথা চিন্তা নেই,
তোমরা কিন্তু ডুবেই রয়েছ, চিন্তার সাগরেই।
যা পাই মোরা খেয়ে নিই ঠিক, নাই বা হলো সে দামী,
তোমার চালাকি ধরা পড়ে গেলে, হয়ে যাবে বদনামি।
