STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

3  

Sipra Debnath

Abstract Tragedy Action

পারবে?

পারবে?

1 min
154

ছাই হতে পারবে?

কতটা পুড়তে পারবে?

কতকাল ছাই হয়ে উড়বে?

সময় তো শুধু পোড়ায়

জ্বলছি আমিও অঙ্গার হয়ে

এসোনা কাছে,

সব নিঃশেষ হয়ে গেলে শেষে কি নিয়ে থাকবে!

যেখানে আগুন নেই আছে শুধুই শীতলতা যাও সেথায়

শান্তির বাতাস খানি পেলে গেঁথে নিও হিয়ায়,

মরমে যদি পরম আদর অনুভূত হয় 

গলায় জড়িয়ে নিও শীতের মাফলার করে।

হ্যাঁ,জল ভেবে আগুনে হাত রেখোনা

ফোস্কার দহন জ্বালাও কম নয়,

অযথা ভোগান্তি আর অশান্তি।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract