পালাই পালাই
পালাই পালাই
উরি বাবা বাঁচাও
রাতের বেলা আধ ঘুমেতে
কড়র মড়র আওয়াজ আসে
আমার দুই কানেতে।
এক চোখেতে চেয়ে দেখি
আলমারির কবাড খোলা একি!
দু চোখ খুলে দেখি আমি
ওরে বাবা আলমারির এক কোনেতে
একটি ভুত দাঁড়িয়ে আছে কোট গাযেতে
তাকিয়ে আছে দুই চোখেতে
আলো জ্বেলে দু'শ ভোল্ট
দেখেই দিলাম আমি ছূট।
আবার আওয়াজ কড়র মড়র ঘটর মটর
ওরে বাবা আলমিরা টির কপাট খুলে
আরো ক'টি ভূত, উঁচিয়ে আছে
মাথা তুলে আমার দিকে
আজ বুঝি আর রক্ষে নেই
পালাই পালাই পালাই
ধরতে পেলে দেবে দেবে
ঘারটি ধরে মটকে
নয়তো আমার ঠ্যাং ধরে
ফেলবে আমার পটকে।
