STORYMIRROR

Sipra Debnath

Comedy Others Children

3  

Sipra Debnath

Comedy Others Children

পালাই পালাই

পালাই পালাই

1 min
196

উরি বাবা বাঁচাও

রাতের বেলা আধ ঘুমেতে 

কড়র মড়র আওয়াজ আসে

আমার দুই কানেতে।

এক চোখেতে চেয়ে দেখি

আলমারির কবাড খোলা একি!

দু চোখ খুলে দেখি আমি

ওরে বাবা আলমারির এক কোনেতে

একটি ভুত দাঁড়িয়ে আছে কোট গাযেতে

তাকিয়ে আছে দুই চোখেতে

আলো জ্বেলে দু'শ ভোল্ট 

দেখেই দিলাম আমি ছূট।

আবার আওয়াজ কড়র মড়র ঘটর মটর

ওরে বাবা আলমিরা টির কপাট খুলে 

আরো ক'টি ভূত, উঁচিয়ে আছে

মাথা তুলে আমার দিকে

আজ বুঝি আর রক্ষে নেই

পালাই পালাই পালাই

ধরতে পেলে দেবে দেবে

ঘারটি ধরে মটকে

নয়তো আমার ঠ্যাং ধরে

ফেলবে আমার পটকে।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy