STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

4  

Manik Goswami

Classics Fantasy

পালাগান

পালাগান

1 min
213

Prompt-31

পালাগান 

মানিক চন্দ্র গোস্বামী 


আজকের পালা রাবন বধ, কাটা পড়বে মাথা,

রাম সেজেছে গাঁয়ের ছেলে, 

বাঁশের ধনুকে তীর রয়েছে গাঁথা। 

কেউ সেজেছে লক্ষ্মণ ভাই, কেউ সেজেছে সীতা,

বানর সেনা ক'জন মিলে করছে নামা ওঠা। 

কেউ সেজেছে সুগ্রীব আর কেউ বা জাম্বুবান,

বিরাট শরীরে গাঁয়ের মোড়ল সাজছে হনুমান। 

ধামসা মাদল উঠলো বেজে, শুরু হয়েছে নাচ,

বাজনা শুনে এসো গো সবাই, রেখে দাও যত কাজ। 

আজ আমাদের যাত্রা পালার রাতটি হবে শেষ,

ত্বরা করে এসে সবাই জমাও পরিবেশ। 

জয়ের মালা গলায় নিয়ে হাসবে আজকে রাম,

কিন্তু দেখো, কি আশ্চর্য্য, মনে হয় বিধি বাম। 

কেউ চায় না রাবন হতে, মরতে চায় না কেউ,

এ যে বড় বিপদ হলো, এতো লোকের ঢেউ। 

রাবন যদি না সাজে কেউ, পালা জমবে কেন,

লোকজনেতে রাগের বশে ঢিল মারবে জেনো।

সুবল পাগল গাঁয়ের ছেলে, পাগলামি তার পেশা,

শুয়ে ছিল গাছের নিচে, করেছে বোধহয় নেশা। 

জোর করে তাকে তুলে এনে রাবন সাজিয়ে দিলে,

যাত্রা পালা শুরু হলো একসাথে সবে মিলে। 

তীরের ঘায়ে রাবন মরে, যাত্রা পালা শেষ,

বৃদ্ধ, বৃদ্ধা হেসে বলে, বেশ হয়েছে বেশ। 



Rate this content
Log in

Similar bengali poem from Classics