পাহাড়িয়া
পাহাড়িয়া
তার মাতাল করা হাসি ,
তার স্নিগ্ধ কোমল চোখ ;
তার বেণী হতে ঝর্ণা নামে
ভেজায় হৃদয়লোক ।
তার সূর্য ওঠে গালে ,
আবেশ বাঁধে মায়াজালে ;
দুলে দুলে কন্যা চলে পাহাড়িয়া তালে ।
এই বুকের হিমেল হাওয়া ,
যদি কাছে যেত পাওয়া
গরম রোদে লেখা যেত হাজার শিলালিপি ।
সেই লিপি বোঝা কঠিন ,
শুধু চা বাগানেই রঙিন ।
তার আদরে উথাল-পাতাল বাঁচার পরিমিতি ।
তার ঠোঁটের অত মধু ,
সব জমে গুপ্তচাকে ;
এই পাহাড়ময় ঘুরে যদি
তুলে ধরা থাকে ।