পাহাড়ি ঝর্ণা
পাহাড়ি ঝর্ণা


পাহাড় ছোঁয়া জলের ধারা
উৎস হতে কাব্যময় -
পাথর ছুঁলে শান্ত শরীর
খরস্রোতা নদী হয় l
জলের ধারা পড়ছে যেখানে
উচ্ছাসে আর তীব্র বেগে ,
শুষ্ক পাহাড় ও সিক্ত হয়
শীতলতার আবেগ মেখে l
নিজের বানানো পৃথক সুর ,
অবিশ্রান্ত ঝর্ণা জলে -
পাহাড়ের বুক জড়িয়ে থেকে
আদর ছোঁয়ার গল্প বলে ll