পাহাড়ি ঝরনা
পাহাড়ি ঝরনা


তুমি, আমি আর পাহাড়ি ঝরনা
সেদিনের কথা কোনোদিন ভুলবো না,
আমাদের মনের কথা ব্যক্ত হয়েছিল
ঝরনার জল পড়ার শব্দে,
তোমার কাঁধে মাথা রেখে বসেছিলাম
পরম নিশ্চিন্তে।
আজো কি সেই ঝরনা কথা বলে,
আমাদের মত কেউ এলে?
আবার যেতে ইচ্ছে হয়
সেই ঝরনার কাছে
আমাদের সোনালী দিনের স্মৃতিতে
যে এখনও উজ্জ্বল হয়ে আছে।