পাগলিনীকবিতা রক্ষিত
পাগলিনীকবিতা রক্ষিত
জবুথবু বেশে
পাগলিনী হেসে,
লুটিয়ে পড়ে পথে
পুঁটুলি আছে সাথে।
কখনো এই বস্ত্রই
থাকে নাকো অঙ্গে।
কত পাগলিনী আছে
জানা নেই এই বঙ্গে।
কত শত পুরুষ থাকে
নিত্য ওত পেতে।
কতক্ষণে বধিবে তাকে
পথে যেতে যেতে।
নিশীথের অপেক্ষায়
প্রহর গোনা শেষ হলে
কামনা বাসনা নিবৃত্ত করে
ভুলিয়ে ভালিয়ে ছলে বলে।
নিঠুর সমাজ তাকিয়ে দেখে
উপভোগ করে রসনা ঝরিয়ে।
অসহায় নারী, আরো অসহায়
বসে থাকে সব কিছু হারিয়ে।
এই তো পুরুষতান্ত্রিক সমাজ
পতিতালয়ে গিয়ে ও শান্তি নেই।
আরো খোঁজে, আরো আরো
শেষে শান্তি তাদের পাগলিনীতেই।
--------------------
