STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

ওয়েটিংয়ে

ওয়েটিংয়ে

1 min
213

ওইখানে ওই ঝিলের জলে ;

অবগাহন করতে হলে ;

থাকতে হবে কারও অপেক্ষায়,

দূর- দিগন্তে নীল গগনে ;

বৈশাখী মেঘ সেই লগনে ;

ঘনকালো বাদলে আকাশ ছায় ।

সূর্য্যতপা হৃদয় যে মোর ;

বাদল মেঘে হইল বিভোর ;

চিত্ত চেতন ভরে বেদনায়,

তাহার আগে শেষ ফাগুনে ;

মুখ পুড়ালাম যে আগুনে ;

আঁচটুকু তার এবার যদি যায় ।

ধূলোয় ধোঁয়ায় ধূসর হয়ে ;

ঝড় উঠল আকাশ বয়ে ;

থেমেও গেল একসময়ে; বৃষ্টি আসে নাই,

জলবিনে তাই শুদ্ধ সিনান ;

গেষ্টাপোদের সেই অভিযান ;

ব্যর্থ করে দিল অপেক্ষায় ।

ঝিলের জলে উঠল ভেসে ;

ভরল হৃদয় একি সন্দেশে ;

হয়নি সময় থাকো প্রতীক্ষায় ,

দিনরাত আমি দাঁড়িয়ে থাকি ;

বদন ভরে তোমায় ডাকি ;

তবু এ মন ভরল নিরাশায় ।

দেখছি আমায় যেতেই হবে ;

কতকাল আর ধরায় র'বে ;

আশার ঝুড়ি স্বপ্ন নিয়ে বুকে,

তারচে' বরং সেইতো ভালো ;

হোক না আঁধার যতই কালো ;

না নিভলে চোখের আলো মুখে ।

অনন্তর অন্তরে রবে ;

আশা নিরাশার দোলা সবে ;

হইনি হতাশ হঠাৎ আসা মেঘে,

করব সিনান ঝিলের জলে ;

করবে কি আর মেঘ বাদলে ;

আপেক্ষাদের অন্ত হলে বেগে ।

ধৈর্য্য ধরে সবুর করে ;

ধরার সহন বক্ষে ধরে ;

ছবি হয়ে ফুটবে নীলিমায় ,

তখন থেকে রই দাঁড়িয়ে;

উপর দিকে হাত বাড়িয়ে ;

যতই বলি হায় অপেক্ষা হায় !



Rate this content
Log in

Similar bengali poem from Classics