ওরা
ওরা
ছোট শহরের শান্ত দীঘির জীবন পরে,
তখন সবে পা জনসমুদ্র মুম্বই মহানগরে,
বহুবহুতল ঘিঞ্জি বস্তি নানামানুষের গাড়িঘোড়া,
তার ই মাঝে মনের চোখ টেনে ছিল ওরা ।
ওরা দুই জন বয়স ছয় কি সাত ,আট কি নয়,
কাছের ট্রাফিক সিগন্যালে রোজ দেখা হয়।
এলোমেলো চুল মলিন পোষাক শুকনো মুখ,
পায়ে পুরোনো চটি আর রঙ কালো।
হাতে ফুল ছুটে এসে বলে "দিদি
পাঁচ রুপিয়া এক ফুল তো লে লো। "
নিতাম রোজ কিন্ত কি যে করি
ফুল নিয়ে কাকে দেব আমি !
তবু নিলে ফুল ওদের সেই হাসি ,
সে ছিল অনেক বেশী দামী ।
এমনি করে দিন চলে যায় ,
আর ফুলের মনে ফুল ঝরে যায় ।
পরে একদিন ফুল কিনে নিয়ে
দিলাম ওদের ই হাতে ফিরিয়ে।
"আরে দিদি ইয়ে কি৺উ কিয়া !
ইয়ে ফুল তো তুমনে লিয়া "
বলে দিলাম "ইয়ে আব্ তেরা।
রাখলে পাস ইয়া বেচদে দোবারা ।"
বলল ওরা "হাম ফুল বেচতে হ্যয়
কোই ফুল হামে নেহি দিয়া।
কভি না বেচে ও ফুল
যো হ্যা য় তুমনে দিয়া। "
শব্দ হল অস্পষ্ট, চলল গাড়ি এগিয়ে তখন ,
কত শহরের ট্রাফিক করল পার জীবন।
কাজে ব্যস্ত হয়ে ক্লান্ত যদি এখন
কোন সিগন্যালে থামে শ্রান্ত মন ,
যেন ওরা ওই দুই দেবশিশু র স্মৃতি
আজ ও করে চলে আমার পথে পুষ্প বর্ষণ।
#রিমা
