কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া
চোখ দেখেনি কোন রঙ,
তবু বসন্ত ছিল মন জুড়ে।
সে চলে গেছে স্মৃতি পথ বেয়ে ,
সে পথ বন বীথি ছায়া ঘেরা ।
যখনি দেখি আকাশের দিকে চেয়ে,
হৃদয়াকাশ সীমানা জুড়ে ফুটে আছে কৃষ্ণচূড়া ।
চোখ দেখেনি কোন রঙ,
তবু বসন্ত ছিল মন জুড়ে।
সে চলে গেছে স্মৃতি পথ বেয়ে ,
সে পথ বন বীথি ছায়া ঘেরা ।
যখনি দেখি আকাশের দিকে চেয়ে,
হৃদয়াকাশ সীমানা জুড়ে ফুটে আছে কৃষ্ণচূড়া ।