মন
মন
ভাবের আধার ভরায় মন,
আনন্দীর এই ধরায় মন,
যুগ যুগ ঘোরে
কত সুর খোঁজে তারে,
তবু পথে পথে বেড়ায় মন !
চলে সে কীসের সন্ধানে
কী যে সম্পদ নিজেই না জানে।
তীরে তরী ডোবায় যে মন
আশার প্রদীপ জ্বালায় সে মন,
পথ ছুটে চলে সেও ছুটে যায় ,
তবু প্রতি পদে জড়ায় মন ,
কী সুখ তার ক্রন্দনে
কি যে দু্খ্খ নিজেই না জানে !
পথের সঙ্গে বেড়ায় যে মন ,
কোন এক মোড়ে থামে সে মন ,
পথ ডেকে যায় সে রয়ে যায়
তবু তো পথেই হারায় মন !
যুগ যুগ ধরে
কত সুর খোঁজে তারে ,
তবু ও পথ চলায় মন ।
