একে একে দুই গান
একে একে দুই গান
এক চোখ তারে খোঁজে , এক চোখ মোরে,
দুচোখের ধারা হায় মিলায় সাগরে।
এক চোখ থাকে চেয়ে, এক চোখ ঘুমে
দুচোখের তারা তবু স্বপ্নেরা চেনে।
এক নদী জলে ভরা, এক নদী চরা,
দু নদীর কুল চেয়ে দেখে ভাঙা গড়া।
এক কথা যায় বলা, এক কথা শোনা,
দুকথা র চলে যেন আনাগোনা।
এক মন চায় আমায়, এক মন তারে,
দু মনে র সঙ্গম থাকে বাধাঁ কাঁটাতারে।

