STORYMIRROR

Rima Chakraborty

Abstract Inspirational

3  

Rima Chakraborty

Abstract Inspirational

মা

মা

1 min
170

আমি যখন এসেছিলাম তোমার জঠরদেশে 

তুমি আমায় অনুভব করেছিলে তোমার প্রতি কোষে। 

তাইতো আমি যতই থাকি দূরদেশে

তুমি আমায় চেন তোমার প্রতি শ্বাসে।

আমি যেদিন জন্মেছিলাম তোমার কোলে 

তুমি আমাকে নিয়ে ছিলে বুকে তুলে। 

তাইতো আমি দূরেথাকি এখন যতো ই কাজের ছলে

তুমি আমাকে কখনো যাওনা তো ভুলে। 

তুমি আমাকে রাখ শীতল বট ছায়া হয়ে 

আমার প্রতি কর্মে থাক পথদর্শী হয়ে। 

আমি রাখি আর রাখব তোমায় আমার সাথে 

যাবার সময় দিয়ে যাব তোমায় উত্তরাধিকারীর হাতে। 

তুমি মা দুর্গা, তুমি মা যশোদা, তুমি ই মাতা মেরী 

তো তোমার ই চরণে আমি শত কোটি বার নাম। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract