বৃষ্টির গল্পছড়া
বৃষ্টির গল্পছড়া
ঝরে চলে বৃষ্টি রিম ঝিম ঝিম ঝিম !
ছোট্ট ঘরে জ্বলে আলো টিম্ টিম টিম ।
রাত জেগে পড়ে ছেলে চেহারা টি ক্ষীণ,
পাড়ার লোকেরা ডাকে টিনটিন ।
দিনভর খাটুনি চায়ের দোকানে ,
রাতভর পড়াশুনা ঘরের এক কোণে।
বড় সে হবেই হবে যাবে দুর্দিন !
জিততে হবে জীবন যুদ্ধ কঠিন !
স্বপ্ন রা নাচে চোখে তা ধিন তা ধিন
টিনের ছাদে নাচে জল ঝিন ঝিন ঝিন।
রাত্রি তে পড়া আর কাজ সারাদিন ,
বস্তির গর্বের নাম টিনটিন ।
জলে ভরা মেঝে দেখে জেদ অপ্রতিম ,
রাতভর বৃষ্টি রিম ঝিম ঝিম ঝিম।