শিউলি ফুল
শিউলি ফুল
সকাল থেকে সারা বেলা গাছের দিকে চেয়ে,
শিউলি ফুলের খুজ৺ত কু৺ড়ি আনমনা সে মেয়ে,
সারা বছর অপেক্ষা কবে ফিরবে শিউলি ফুল ,
সাদা ফুলে ঢেকে যাবে এই ধরণীর ধুল ।
নীল আকাশে যখন সাদা মেঘেরা ফেরে ,
না হোক মাস আশ্বিন তার মাকে মনে পড়ে।
নতুন জুতো নতুন জামা পুজো র গন্ধ মেখে,
কবে দেখবে মায়ের নয়ন সেই ভাবনায় থাকে,
গ্রীষ্ম যখন প্রখর সেই রোদ্দুরে রোদ্দুরে ,
তার শিউলি গাছের ঝরা পাতা ভাসল সমুদ্দুরে,
সাগর জলে সফর তবু ভাবনা শিউলি ফুল !
ফুলের কু৺ড়ি গুনতে তার হয়েছিল কী ভুল ?
কুলের টানে দুলছে পাতা বন্দরে জল ছল ছল,
ঢাকের বাজনা শুনলে কেন আসে চোখে জল?
