STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Inspirational Children

3  

TUHIN SAJJAD SK

Abstract Inspirational Children

ওরা ছাত্রদল

ওরা ছাত্রদল

1 min
166

ওরা উচ্ছল সবুজ ছাত্রদল

ওরাই বর্তমান ভবিষ্যতের বল,


ওরা মুক্তমনা পাখি

ওদের স্বপ্নে মোড়া আঁখি,


হৃদয় ভরে বাসে ভালো

ওরাই আঁধার রাতের আলো,


ওদের পায়ে চপল চটুল ছন্দ

মনের মাঝে নেইকো কোন দন্দ্ব,


প্রেম যে ওরা উজাড় করে দেয়

বিনিময়ে আশির্বাদ পকেট ভরে নেয়,


সত্য কথা স্পষ্ট করে বলে

ন্যায়ের পথে মাথা উঁচিয়ে চলে,


বিপ্লবে সব বীর জওয়ান

অন্যায়ের বিরুদ্ধে হয় আগুয়ান,


হটিয়ে দেয় কুসংস্কার

ওরা বিজ্ঞান মনস্ক - এইতো ওদের অহঙ্কার,


স্বাধীনতা ওদের কাছে

মুক্ত মনন মনের মাঝে,


ভাববে যা খুশি অবলীলায়

করবে সুন্দর সৃষ্টি এই ধরায়,


প্রকৃতি হবে সুন্দর থেকে সুন্দরতম

বিদ্বেষ ভূলে সভ্যতা হবে মাতৃসম,


ওরা সুন্দর সহজ সরল

ওদের মনে ঢেলোনা গরল,


পিঠেতে চাপিয়ো না বইয়ের বোঝা

মেরুদন্ড নুয়ে যাবে হবেনা সোজা,


বন্ধ হবে সত্য বিচারের পথ

তৈরি হবে না ন্যায়ের মতামত,


ওরাই জাতির ভাগ্যের ধারক বাহক

স্নিগ্ধ ওরা বাঁচুক সানন্দে - এই ব্রত হোক।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract