ওর পছন্দেই সব
ওর পছন্দেই সব


ওর পছন্দ ছিলো বলেই,
পাটভাঙা নীল জামদানি,
কপালে কালো টিপখানি।
ওর পছন্দ ছিলো বলেই,
পাওয়া চাকরিটাও ছাড়া,
গৃহবধূ আর বেড়ানো পাড়া।
ওর পছন্দ ছিলো বলেই,
স্বদেশ ছেড়ে দূর বিদেশে,
ডিভোর্স পেপারে সই হেসে।
ওর পছন্দ ছিলো বলেই,
পাটভাঙা নীল জামদানি,
কপালে কালো টিপখানি।
ওর পছন্দ ছিলো বলেই,
পাওয়া চাকরিটাও ছাড়া,
গৃহবধূ আর বেড়ানো পাড়া।
ওর পছন্দ ছিলো বলেই,
স্বদেশ ছেড়ে দূর বিদেশে,
ডিভোর্স পেপারে সই হেসে।