নিরুপায়
নিরুপায়
স্বপ্ন নিয়ে বাঁচি মোরা
স্বপ্ন দেখি দিন-রাতে;
শুকনো রুটিতে চলে যাবে
আশা নেই গরম ভাতে।
তোমাদের ওই দয়ার শরীর
লোকদেখানো বাড়াও হাত,
দশটা টাকা ভিক্ষা দিলে
বিশ-সেলফি বাজীমাৎ।
উপায় মোদের নেইকো দাদা
হাতটা তবু পাততে হয়,
মরছি মোরা দুই বেলাতে
জয় করেছি মৃত্যু ভয়।
এক পৃথিবীর মানুষ সবাই
তুমি আমি ভাই-ভাই,
ধনী মানুষের দালান বাড়ি
আমরা কেন নিরুপায়।।
