নিরুদ্দেশ
নিরুদ্দেশ


তুমি-আমি সবাই নিরুদ্দেশ,
বিপন্ন কিছু অপ্রিয় অভ্যেস;
নয় বর্তমানের আকাশে,
নয় বাস্তবের রাস্তায়যা কিছু হারিয়েছে সব অতীতের স্মৃতির পাতায়।
অনুভূতিতে লাগে জং,
জীবনের দোলাচল যেন ঢং;
মুখোশের উপরেও আরেক প্রলেপ,নতুন রঙ,
পাহাড় হলে ভালো হতো, নয়তো শীতঘুমে থাকা ব্যাঙ।
রাতের আকাশে ইনসোমনিয়া,
দিনে অবাধ্য অনুভূতির ছোঁয়া ;
মনের কংক্রিটের অসীম পথটা হারিয়েছে দিশা,
যদি কোনো ঠিকানা পাই, এটাই একমাত্র আশা।
প্রতিনিয়ত চলছে আমিত্ব-র খোঁজ,
জীবনটা যেন কৃষ্ণ ছাড়া ব্রজ;
প্রাপ্তির মাঝেও হারানো সুরের বহিঃপ্রকাশ,
সে গেলেও, মনের মাঝে এখনো তার অনন্তবাস।