বিশ্বের লড়াই ( প্রম্পট- ১)
বিশ্বের লড়াই ( প্রম্পট- ১)


মাস্কের আড়ালে, সেজেছে মানুষ আজ বহুরূপী রূপে
নাট্টমঞ্চের জন্য নয়! ক্ষুদ্র ভাইরাসের প্রকোপে।
জানই তো, এ বিশ্বের শ্রেষ্ঠ জীব আজ ঘরেতে বন্দি ;
হয়তো, বছর ধরে ছক কষা, স্রষ্টার কোনো এক ফন্দি।
তাতে কি? তাও তো দিন-রাত এক করে চলেছে চেষ্টা,
জীবন বাজি রেখে, লড়ছে শেষ লড়াইটা !
প্রিয় জন হারালেও, আজও স্টেথোস্কোপ তাদেরই হাতে,
হারবে না এ বিশ্ব,সক্ষম হবে এ ভাইরাস নিধনেতে।
বন্ধু-প্রীতি আত্মীয়-স্বজন আর চাই না সমাজের স্পর্শরে,
কবিগুরুর 'একলা চলো'র ডাক থাকুক প্রাধান্যের শিখরে।