অন্তরে তুমি
অন্তরে তুমি


'ভালোবেসে সখী নিভৃতে যতনে ', 'মনমোর মেঘের সঙ্গী' সুরে পেয়েছি প্রাণের ছোঁয়া ;
কেউ সেজেছে 'কাবুলিওয়ালা' কেউ 'পোস্টমাস্টার' আমি তো শুধুই 'অপরিচিতা','মহামায়া'।।
'দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ' গেয়ে ভালোবাসার মানুষটার কাছে আসা;
নৌকাডুবির বানে ভেসে,কারোর চোখের বালি হয়ে 'শেষের কবিতা'তেই ফিরে আসা।।
'গীতবিতান'-এ ভালোই সুর বাঁধছিলাম, একদিন প্রেমের সাথে ' হঠাৎ দেখা';
'শেষের রাত্রি ' টাও এসেছিল ঘনিয়ে,কিন্তু 'জয় পরাজয় ' হলো প্রধান সখা।।
তারপরেই শুরু হলো 'মানভঞ্জন', কখনো বা প্রেমিকার 'বদনাম';
'দেনা-পাওনা'র হিসেব চুকিয়ে, 'মাল্যদান', 'শুভদৃষ্টি ' তে হলো ভালোবাসার পরিনাম।।
*জন্মতিথিতে, কবিগুরু লহ মোর প্রণাম।।🙏🙏🙏