নীরব বসন্ত
নীরব বসন্ত
ফুল না ফুটলেও তো আজ বসন্ত,
সুগন্ধি না ছড়িয়েও আমুদে দিগন্ত।
থমকে গিয়েছে বাতাস তবু সহ্য শক্তি জোরে,
স্পর্শ কাতর ভালোলাগাগুলি,অনুভূতি দেয় ছেড়ে।
দক্ষিণ দুয়ার খুলে গেছে তবু হাল্কা শীতল ছোঁয়া,
উপেক্ষিত বসন্ত বিমুখ, সময়ে হলো না পাওয়া।
তোমার প্রাণের আনন্দ উচ্ছ্বাসে,
তট না পেয়ে মাঝ সাগরে ভাসে।
কেটে গেলো জীবনের দামী প্রহর,
বসন্ত বুঝি নীরবে পেরোয় লহর।
অন্তর মাঝে হারালো তোমার নবীন হৃদয় কথা,
নীরব প্রকৃতি ফোটালো না ফুল, বাড়ালো মনের ব্যথা।
সংশয়ে থেকোনা বসন্ত তোমার ফুল ফোটানোর সময়,
অলির স্বপ্ন বিফল করোনা, রবে আহ্লাদ অক্ষয়।
মাধবীলতা বাতাসের বুকে সুবাস ছড়াতে চায়,
রিক্ত করে দিওনা তারে সুধার তাড়নায়।
