নীরব বিদায়
নীরব বিদায়


ব্যাস্ত শহরে একতারা বেঁধে,
নেচে গেয়ে আত্মহারা।
কেন এলো এই বাউলের দল,
হয়ে তারা গ্রামছাড়া।
এ শহরে তো শুধু টাকার বহর,
এ তো নয় তাদের ধারা।
তবে তারা কেন এলো এখানে,
নেচে হলো পাগলপারা।
বাউলের দল চলে গেলো একদিন,
জানিয়ে গেলো না তো আর।
কেই বা বুঝতো, কাকে বা বলতো?
তাতে কি যায় আসে বা কার।