Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.
Revolutionize India's governance. Click now to secure 'Factory Resets of Governance Rules'—A business plan for a healthy and robust democracy, with a potential to reduce taxes.

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

নিদ্রা

নিদ্রা

1 min
709


নিয়ে চলো আমাকে তোমার ইচ্ছের অসুখ বিসুখে

শুয়ে থাকি ঘুমিয়ে থাকি সুখদুঃখের বিছানা শুঁকে

সারাদিন কাটুক একতরফা ভালোবাসা নিয়ে বুকে

ঘর অরণ্য এক করে ।


চাঁদ ওঠা নামার প্রহর জুড়ে

সব ছোঁওয়া গোপন থাক রাত্রির অতলে নিদ্রার সরবপুরী

তোমার দু’হাতে থাক মেহিন্দি রাঙানো ধারালো ছুরি ।

আমার দু’চোখ থাক মদির তোমার চোখের উল্লাসে

জীবনের স্বাদ ঝাঁঝালো দিশাহারা নতুন গন্ধশ্বাসে।


নিদ্রা যতটুকু পরিনয় 

নিদ্রা ততটুকু মৃত্যুময়

নিদ্রার বিনিময়ে

নদী বৃষ্টি মুখর থাক অশ্রু-পরশ-সরস -শরীর

খবরে খবরে থাক পারাপার মেলবন্দী গভীর।


আকাশ নিদ্রায় শুয়ে থাক অন্ধ স্রোত অন্ধকারে

ফিরে ফিরে আসা যাওয়া বাতাস জীবন বিমুখ

আসরে বাসরে এলিয়ে তোমার হৃদয় বারে বারে

সংশয় ধুয়ে আমার অনাথ দু’হাত থাক উৎসুক।


শতশত শতাব্দীর নিদ্রার ন্যাড়া ধরে একান্ত পারে

আমি তোমাকে ভালোবাসবো।


Rate this content
Log in