নগর
নগর
ঘর্মাক্ত দেহে বিকেলের শেষে
সবুজ মাঠ থেকে ফিরে
চান সারতাম আমি।
তুমি কেড়ে নিলে তা নগর!
গরমের ছুটিতে পেয়ারা গাছের ডালে বসে
ডাসা পেয়ারা কামড়ে খেতাম আমি।
তুমি কেড়ে নিলে তা নগর!
ছুটির দিনে নদীর বুকে
ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতাম আমি।
তুমি কেড়ে নিলে তা নগর।
ভোর বেলা নির্মল আকাশে দূর পাহাড়ের
আবছা রেখা দেখে আপ্লুত হত মন।
তুমি কেড়ে নিলে তা নগর।
ফিঙে, শালিক, চড়ুইদের খেলা
আপন মনে দেখতে দেখতে সময় যেত কেটে।
তুমি কেড়ে নিলে তা নগর!
মন ছিল না পাঠ্য বই এ।
তবু রেজাল্ট হল মধ্যম।
সব ফেলে আসা হল নগরে।
নদীর ধারের আড্ডা ফেলে
চলল মন নগরে।
সেই যাত্রা শুরু। ফেরা হল না আর নদীর ধারে।
আড়ষ্ট মন গোঙাতে থাকে নগরের এক কোনে।
