STORYMIRROR

Ahana Pradhan

Romance Inspirational

3  

Ahana Pradhan

Romance Inspirational

নবজাতক

নবজাতক

1 min
227

ছোট্ট একটা প্রাণ,

আমার থেকে ফুটলো সে যে, ফুলের মতো ঘ্রাণ।

ছোট্ট তার দেহ,

মোদের সাথে থাকতে এলো, দাবী সবার স্নেহ।

কান্না তার ভাষা,

আমরা সবাই নিয়ে তাকে সময় কাটাই খাসা।

কখনও সখনও হাসে,

সবার থেকে আদর খেতে ভীষণ ভালোবাসে।

হাত-পা চালায় খুব,

তাকে দেখার জন্য আমার অফিস থেকে ডুব।

কোলে চেপে ঘোরে,

চারিপাশের জগৎ তাকে বিরাট অবাক করে।

শুয়ে শুয়ে খেলে,

আধো আধো আওয়াজ করে কথার চেষ্টা চলে।

ঘুমের মাঝে যখন,

হঠাৎ যেন ঘরের মাঝে নীরবতা তখন।

অতিমারীর বেলা,

তাকে ঘিরে ঘরবন্দি মোদের খুশির মেলা।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance