STORYMIRROR

Nabanita Patra

Inspirational Others

3  

Nabanita Patra

Inspirational Others

নারীর অবদান

নারীর অবদান

1 min
240

হে প্রকৃতি রূপিণী নারী,

তোমায় জানাই শত শত প্রণাম,


ধরাতলের অর্ধেক ভার নিয়ে চলেছো অবিরাম,

তবুও চাওনা কভু এতটুকু বিশ্রাম।


কত অপমান, কত যাতনা তুমি সহ,

তবু করোনা কোন বিদ্রোহ।


কখনো হয়েছ তুমি পিতার আদরের দুলালী,

কখনো হয়েছ তুমি স্নেহময়ী জননী,


কখনো প্রেমিকা হয়ে রাঙিয়েছ মন,

লিখেছ অমর প্রেমগাথা,

কখনো ঘরণী হয়ে ভরিয়েছ জীবন।


তোমার অপরিসীম অবদান,

তবুও তুমি পাওনা প্রাপ্য সম্মান।


হাজার বাধা অতিক্রম করে,

আজ তুমি স্বয়ংসিদ্ধা,

তুমি লক্ষী, তুমি সরস্বতীরূপে মহাবিদ্যা।


যে সমাজ দেয়না নারীকে মর্যাদা,

সেখানে পতিত হয় উন্নতির ধ্বজা।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Inspirational