STORYMIRROR

বকবক আকাশ

Classics

3  

বকবক আকাশ

Classics

নারী

নারী

1 min
816

অন্তর যার সুনীল অপার, সহানুভূতি মর্মে,

মায়া মমতা মন্ত্র তাদের, মাতৃত্বের ধর্মে।

ভালোবাসা আর ত্যাগের ভূষণ অঙ্গে শোভে তারই,

ভিন্ন রূপে তব পরিচয়, শরীরে তুমি নারী।


প্রেমিকা তুমি, সোহাগঘন আলিঙ্গনে বুকে,

ব্যর্থতাকে ভোলাতে জানো অমোঘ প্রাপ্তিসুখে।

সকল বাধা পেরিয়ে প্রেমের বাঁধন অটুট করো,

তুমিই নারী, প্রতিকূলতায় নির্ভয়ে হাত ধরো।



ঘরণী তুমি, সংসার যার সুখের পীঠস্থান,

স্বার্থগুলো হারিয়ে হেলায় সকলে বিলাও প্রান।

অভাবের জ্বালা মুখ বুজে সহ, হাঁসিতে লুকাও ক্ষত,

তুমিই নারী, অপরাজেয়, সংগ্রামে অবিরত।



মমতাময়ী, তুমি সেই মা, সন্তান হৃদস্পন্দন,

অটুট সদাই মাতৃত্বের সেই পুরাতন বন্ধন।

রক্ত দিয়ে শরীরে সেঁচো, লালন করো দেহে,

তুমিই নারী, জঠর জ্বালা সয়েছো মাতৃস্নেহে।



হাজারো রূপে বিরাজ তোমার, ভিন্ন সম্বোধন,

শ্রেষ্ঠত্বের উচ্চাসনে তোমার বিচরণ।

তুমিই শক্তি, তুমিই ধ্বংস, তুমিই নতুন সৃষ্টি

তুমিই নারী, কখনো প্রলয়, কখনো ভোরের বৃষ্টি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics