STORYMIRROR

Sudeepa Mondal

Tragedy

3  

Sudeepa Mondal

Tragedy

নারী

নারী

1 min
221

ভ্রুণহত্যা থেকে যৌনতা সবই নারীর পাওনা

ভোগ্যপণ্য নারীর বন্ধু কেউ কেন হয় না?

মাতাল স্বামীর এখানে হাতের জোড় বেশী

কারণ খুঁজে নারী একাকী কাটায় দিবস-নিশি।

তবুও এখানে নারী দিবস আসে মহা সমারহে

পুরুষের অনুগত নারী আজো এ মিছে নহে।

জীবনের ধারক যদিও নারীর শরীর 

ক্ষতবীক্ষত আত্মসন্মানে নারী আজো ভীষন গরিব।

ওঠে যদি ঝড় কখনো জীবন জুড়ে 

এগিয়ে আসে নারী যে ছিলো অন্তপুরে।

তবুতো নেই তার কোনো কদর

পতিতালয়ে বুঝি ওঠে তার দর।

লড়াই করে আজ তাকে স্হান করে নিতে হবে

সব পুরুষ -নারী এ সমাজে বন্ধু হবে কবে?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy