নারী সে যে অনন্যা
নারী সে যে অনন্যা
আমরা শুধু নারী নই নারায়ণী
দশোভূজা মোরা দশপ্রহরণধারিণী
কারোর কাছে আমরা যে মায়াবনি
আবার শুনি আমরা নাকি প্রণয়িনী
আমরা যে সবাই পাহাড়ি ঝরনা
বাধাবিঘ্ন তো মোটেই মানি না
নদীর মত হেসে কল কল
বয়ে চলি মোরা হয়ে ছলছল
নই গো মোরা পুরুষ হাতের ক্রীড়নক
শত আঘাতেও আমরা সাজিগো প্রাণ রক্ষক
কত রূপে মোরা আছি এ জগতে
আজি আন্তর্জাতিক মহিলা দিবস প্রভাতে
চারিদিকে শুনি নারীদের জয়গাথা
মহীয়সী ওরা গরীয়সী ওরা নত করে না মাথা
নারী বিনা হয়না তো সৃষ্টি সঙ রচনা
নারী সে যে অতুলনীয়া অনন্যা
কখনো সে স্নেহময়ী, মমতাময়ী জননী
কখনো বা আদর, ভালোবাসার বন্ধনে ভগিনী
কখনো সে যে পত্নী সোহাগিনী
কখন আসে বান্ধবী সুপরামর্শদায়িনী
নারী বিনা পুরুষের নাই অন্য গতি
হে প্রভু ওদের দাও গো শুভমতি
থামুক না নারী নির্যাতনের ইতিবৃত্ত
নারি সশক্তি করণে সবাই হোক হর্ষচিত্ত ।।
্র্্
