STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

নারী সে যে অনন্যা

নারী সে যে অনন্যা

1 min
195

আমরা শুধু নারী নই নারায়ণী 

দশোভূজা মোরা দশপ্রহরণধারিণী

কারোর কাছে আমরা যে মায়াবনি

আবার শুনি আমরা নাকি প্রণয়িনী

আমরা যে সবাই পাহাড়ি ঝরনা

বাধাবিঘ্ন তো মোটেই মানি  না 

নদীর মত হেসে কল কল 

বয়ে চলি মোরা হয়ে ছলছল 

নই গো মোরা পুরুষ হাতের ক্রীড়নক

শত আঘাতেও আমরা সাজিগো প্রাণ রক্ষক

কত রূপে মোরা আছি এ জগতে 

আজি আন্তর্জাতিক মহিলা দিবস প্রভাতে

চারিদিকে শুনি নারীদের জয়গাথা

মহীয়সী ওরা গরীয়সী ওরা নত করে না মাথা

নারী বিনা হয়না তো সৃষ্টি সঙ রচনা

নারী সে যে অতুলনীয়া অনন্যা 

কখনো সে স্নেহময়ী, মমতাময়ী জননী

কখনো বা আদর, ভালোবাসার বন্ধনে ভগিনী

কখনো সে যে পত্নী সোহাগিনী 

কখন আসে বান্ধবী সুপরামর্শদায়িনী 

নারী বিনা পুরুষের নাই অন্য গতি 

হে প্রভু ওদের দাও গো শুভমতি 

থামুক না নারী নির্যাতনের ইতিবৃত্ত

নারি‌ সশক্তি করণে সবাই হোক হর্ষচিত্ত ।।


্র্্



Rate this content
Log in

Similar bengali poem from Abstract