STORYMIRROR

Gopa Ghosh

Tragedy

4  

Gopa Ghosh

Tragedy

নারী দিবস

নারী দিবস

1 min
358

নারী দিবস এলো কি না এলো

কি এসে গেলো,

নেটিজনেরা উইশ করলো

বা না করলো,

তবু প্রতিদিন নানা ভাবে লাঞ্ছিত হওয়া মেয়েদের অভ্যাসে পরিণত হয়েছে,

বাবার বয়সী কারো থেকে খারাপ ইঙ্গিত তার গা সওয়া,

বাসে ভিড়ের বাহানায়, তার নরম অংশ স্পর্শ করা পুরুষের সংখ্যা নেহাত কম নয়, 

ছোটো শিশুর রেহাই নেই, চেনা কাকুটির দেওয়া যন্ত্রণা,

সে গোপন রাখে ভয়ে, আবার অভাবের তাড়নায়

চাকরি খোঁজা মেয়েটিকে চাকরির লোভ দেখিয়ে শয্যা

সঙ্গিনী করা মানুষ কিছু কম নয়,

তবু মুখে বলা নারী তুমি মহীয়সী

তুমি পৃথিবীতে দুর্গার রূপ।

আবার তাদের অশ্লীল চোখে সেই নারী হয় ধর্ষিতা বারবার,

আরো কত যুগ লেগে যাবে পেতে নারীর যোগ্য সম্মান আর অধিকার?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy