STORYMIRROR

Manik Goswami

Drama Classics

3  

Manik Goswami

Drama Classics

নাগরিক

নাগরিক

1 min
172


মোদের স্বাধীন ভারতবর্ষে আমি এক নাগরিক,

উচ্ছ্বাস নেই চক্ষে বক্ষে

হারায়ে ফেলিয়া জীবন লক্ষ্যে

হতাশায় ভরা অন্তরে শুধু নিজেরে জানাই ধিক ।

মোদের স্বাধীন ভারতবর্ষে আমি এক নাগরিক ।


জীবন পথের সোপানে বসে

অনেক অনেক অঙ্ক কষে

মেলাতে চেয়েছি সকল জীবনে

ছবি, রং হবে একই ধরণে;

জীবন যাত্রায় একে অন্যের হবেই আন্তরিক ।

মোদের স্বাধীন ভারতবর্ষে আমি এক নাগরিক ।


আজ বুঝেছি কিছু দূরে এসে

ভুল পথ আমি নিয়েছি যে খুঁজে,

এই অঙ্কের উত্তর নাই, পাবে নাকো সমাধানে ।

ব্যর্থতা আর বেদনাই শুধু জাগিয়া উঠিবে প্রাণে ।

আসিবে না কেউ সমব্যাথী হয়ে,

কাঁদিবে না কেউ অপরের হয়ে,

যে যার আপন স্বার্থে মেতে, ঝোল টানে নিজ দিক ।

নবীন স্বাধীন ভারতবর্ষে আমি এক নাগরিক ।


ছোট্ট মাথায় অনেক ভাবনা,

দিয়ে গেলো এসে শুধুই যাতনা,

রাজরাজড়ার রেষারেষিতে দিশেহারা সাধারণে;

ব্যর্থতা আর বেদনাই শুধু জাগিয়া উঠিছে প্রাণে ।

সম অধিকার তোমার আমার,

এই শুনে হলো বহুদিন পার;

তবুও আঁধার ঘনায়ে রয়েছে আমাদের চারিদিক ।

আমরা নবীন ভারতবর্ষে মুমূর্ষু নাগরিক ।


হারায়ে ফেলিয়া আপন সত্ত্বা,

বুঝিতে পারিনা সত্য মিথ্যা,

শুখায়ে গিয়াছে অন্তরাত্মা, ভয় পাই মনে প্রাণে ।

ব্যর্থতা আর বেদনাই শুধু জাগিয়া উঠিছে প্রাণে ।

ধনী গরীবের বিভেদ ভুলিতে

নেতাদের শুধু মুখের বুলিতে,

ভরসা হারায়ে ক্রন্দনে ভাসি, নিজেরে জানাই ধিক ।

মোদের স্বাধীন ভারতবর্ষে আমি পরাধীন নাগরিক ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama