নাচ
নাচ


ভোরের আলোয় অপূর্ব ভৈরব রাগে,
মনের আবেগ প্রকাশ যেন নাচে,
সুর তাল ছন্দে দেহ মন জানায় প্রণাম।
মনের যোগাযোগ হয় ঈশ্বরে, বিকশিত তাঁর নাম।
অলস দুপুরে মন যখন ভরা আদরে,
অভিসারে যাবার জন্য মন তৈরী।
দেহ মন সেই প্রকাশিত সুর তাল ছন্দে।
নাচের অপরূপ ব্যক্তিতে মন তখন পাগল আনন্দে।
সন্ধের আকাশ ঘন কালো মেঘে অভিমানী,
মন গুমরে কাঁদে, দেখা হয় না প্রিয়র।
নীরব বাঁশিতে দেহ মন প্রাণ নাচে প্রকাশ,
ঝড়ের পরে আসবে আলো, তার ই যেন আভাষ।
রাতে ভারী বৃষ্টিতে জল থৈ থৈ;
রাগ দুঃখ অভিমান ভুলে মন তখন আবেগী।
বৃষ্টির তালে, আকাশের গর্জনে সেই যেন নাচ;
দেহ মন প্রাণ দিয়ে ব্যক্ত নিজের প্রকাশ।
নাচের কোনও সময় নেই, নেই সীমানা।
ব্যকরণ আছে অনেক, আছে রীতিনীতি,
মনটা যখন ভাবের সাথে পাল্লা দিয়ে প্রকাশ,
দেহ মনের মেলবন্ধনে তাঁর আশিস পাওয়াই নাচ।